এয়ারটেলের সস্তা প্ল্যান রিচার্জ গুলি দেখে নে এক নজরে

 বর্তমানে এয়ারটেলের ৫জি রিচার্জগুলো মিনিমাম ৩৫০ টাকা থেকে শুরু আদার রিচার্জও আছে। 



১৯৯ টাকা রিচার্জে ২৮ দিনের জন্য শুধুমাত্র calling আর টু জিবি নেট পাওয়া যায় 

২৯৯ টাকায় ১.৫ জিবি 

৩৪৯ টাকায় ২ জিবি 

২৪৯ টাকায়  ওয়ান জিবি

এই রিচার্জ প্লান গুলি ব্যবহার করে বেশিরভাগ গুলো আছে সেগুলো আমি নিচে আলোচনা করছি তাকে একটা কথা বলে দেখি তোমার ফোন পেতে না করে অন্য কোন অ্যাপ থেকে করবে টাকাটা কম কাটবে maxpe এসব অ্যাপ্লিকেশন , এইসব পাবলিকেশন এক্সট্রা টাকা না খেতে ঘুরিয়ে আবার কমিশন দেবে ৩০০ টাকায় দুই টাকা তিন টাকা। এই অ্যাপ্লিকেশন নিয়ে বিস্তারিত এই ওয়েবসাইটে পোস্ট করা হবে তো সবাই একটু পার ডে ভিজিট করে করে দেখবেন। 



এয়ারটেলের রিচার্জ ছাড়াও এখন ওয়াইফাই এর সুবিধা আছে এয়ারটেল ফাই তো ওখান থেকে নিকটবর্তী যেসব ডিস্ট্রিবিউটর বাজারে আজ এয়ারটেলের সিম বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে ওখানে ওয়াইফাই লাগাতে পারেন কম খরচে তিন মাস ছয় মাসের প্লান আছে এগুলো আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যায় এবং সাথে টিভি চলে সবই চলে একসাথে কুড়িটা ফোন তার বেশি কানেক্ট করা হয় এরকম অফার দিয়ে থাকে। তিনমাস হটস্টার সাবস্টেশন পাওয়া যায় এগুলোতে খেলা দেখার এবং সিরিয়াল দেখার জন্য দারুণ অ্যাপ্লিকেশন হটস্টার এই সিম গুলোর মাধ্যমে ব্যবহার করলে আপনারা ফ্রি সেটা প্রফিট পাবেন সেটাকে। পোর্ট করে নিতে পারেন অন্য কোম্পানির সিম থাকলে সেটাকে airtel এ কনভার্ট করে নিতে পারেন এক মাসের অফার মানে ২৮ দিন আপনাকে প্রতিদিন ২ জিবি এবং ৫জি আনলিমিটেড দেওয়া হয়। 

এয়ারটেল আনলিমিটেড ইনকামিং কল ফ্রি দিচ্ছে এখন। 








নবীনতর পূর্বতন