শ্রমশ্রী আবেদন এককালীন ৫০০০ টাকা দেবে

শ্রমশ্রী প্রকল্প ::পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী:: মমতা বন্দ্যোপাধ্যায় 

যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে বাইরে কাজ করতে বাইরের রাজ্যে কেরেলা, দিল্লি বোম্বাই কাজ করছে তাদের জন্য একটি প্রকল্প লঞ্চ করেছে সেটা


Sharmashree project 2025


Sharmshree prakalpo :: 

এই প্রকল্পে যারা আবেদন করতে পারবেন তা হলে ১৮ বছর উপরে বয়স হতে হবে এবং যারা বাইরে কাজ করে তারা পশ্চিমবঙ্গে থাই বাসিন্দা হতে হবে, এই প্রকল্পের নাম নথিভুক্ত করার পর এবং তারা যাচাই করে দেখবে এবং একটা কার্ড প্রদান করবে

এই প্রকল্পের আবেদন করার দু'রকম পদ্ধতিতে অনলাইন অফলাইন তো অনলাইন টা এখন বর্তমানে বন্ধ আছে তো অফলাইনে আপনাদেরকে এপ্লাই করতে হবে।এপ্লাই করার পর এই গ্রামের সদস্য বা পাড়ায় সমাধান ক্যাম্পে জমা দিতে হবে অথবা ভিডিওতে এবং পঞ্চায়েতে জমা দিলেও হবে এটা প্রথম এককালীন 5000 টাকা দেওয়া হবে পরবর্তী যতগুলো কাজ পেয়েছে লোকালের তখন তাকে কিছু মানে ভাতা দিয়ে সাহায্য করা হবে প্রত্যেক মাসে এছাড়াও খাদ্য সাথী তারপরে আমি যাদের ঘর নেই তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করে দেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকমটাই উল্লেখ করেছেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি একটা জন ভালো মানুষ মহিলা মুখ্যমন্ত্রী ভারতের পশ্চিমবঙ্গে তিনি অনেক প্রকল্প লঞ্চ করেছে যেগুলি বাস্তবায়ন করেছে এবং সেগুলো এখনো কন্টিনিউ চলছে যেমন Lakshmir ভান্ডার।

নবীনতর পূর্বতন